শনিবার বারবিশা চৌপথীতে একটি নিকাশি নালার নির্মাণকাজের সূচনা হল। ফিতে কেটে নির্মাণকাজের সূচনা করেন কুমারগ্রাম পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি জয়প্রকাশ বর্মন। তিনি ছাড়াও উপস্থিত ছিলেন বারবিশা ব্যবসায়ী সমিতির সম্পাদক কার্তিকচন্দ্র সাহা, সভাপতি রতনচন্দ্র পণ্ডিত, তৃণমূল কংগ্রেসের ভল্কা-বারবিশা ১ নম্বর অঞ্চল সভাপতি জয়শঙ্কর দাস, দলের অঞ্চল চেয়ারম্যান প্রদীপ দাস, ভল্কা-বারবিশা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য সুজিত বিশ্বশর্মা সহ অন্যরা।