কীর্ণাহার রায় হোটেল এণ্ড রেস্টুরেন্টের ব্যাবসায়ী প্রমিত রায়ের দ্বিতীয় কন্যা অত্রীসা'র মুখে ভাত উপলক্ষে সোমবার দুপুরে পরোটা গ্ৰামে শুভম অনুষ্ঠান ভবনে স্পন্দন ফাউন্ডেশন সহযোগিতায় আয়োজিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির। ওই শিবিরে ৩০ জন রক্তদাতা রক্তদান করেন। শুধুমাত্র রক্তদান জীবন দানই নয় রক্তের পাশাপাশি সকলের হাতে একটি করে বৃক্ষ চারা তুলে দিয়ে গাছ লাগানোর বার্তাও দেওয়া হয়।তবে কথায় রয়েছে " মুখে ভাতে পঞ্চ ভোজের আয়োজন" আর তাই অত্রীসার মুখে ভাত উপলক্ষে