বালির ভর্তি ট্রাক্টরে ধাক্কায় মৃত্যু হল এক মোটর চালিত ভ্যান চালকের। ঘটনা টি ঘটেছে আজ রবিবার সকাল আনুমানিক 6 টা নাগাদ বীরভূমের রামপুরহাট থানার রদিপুর গ্রামে ক্যানেল মোরে।এলাকা বাসীর অভিযোগ বেপরোয়া ভাবে অবৈধ ভাবেই বালি ভর্তি ট্রাক্টর টি যাচ্ছিল সেই সময় ভ্যান টিকে ধাক্কা মারে ,ঘটনাস্থলে মৃত্যু হয় ভ্যান চালকের ।