ময়নার রবিবারের বাজারে উদ্যোগের সঙ্গে ৭৫ তম বর্ষের দুর্গোৎসবে নবমী তিথিতে মহাসমারোহে আয়োজিত হল কুমারী পুজো ও অন্নপ্রাসাদ বিতরণ |এই পুজোর এ বছরের থিম হল এক টুকরো রাজস্থান | এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়না থানার ওসি সোমনাথ সিট রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষিকা লতিকা মাইতি কবি সাহিত্যিক সুবলচন্দ্র পাল সভাপতি অশোকানন্দ বাহুবলীন্দ্র সম্পাদক স্বরূপা বাহুবলিন্দ্র সন্দীপ চক্রবর্তী রাকেশ মূরদিঙ্গা রমেশ দাস সহ অন্যান্য বিশিষ্ট গুণীজনরা |