আসানসোলে জঙ্গলের মাঝে পাতা ঢাকা দেওয়া কিশোরীর দেহ উদ্ধার ঘটনাস্থলে DCP সেন্ট্রাল, ধর্ষণ করে খুন বলে অনুমান আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এর আসানসোল দক্ষিণ থানা অন্তর্গত ডামরা এলাকার ঘটনা। ডামরার ১০নং এলাকার ঘটনা। ঘটনার সম্বন্ধে জানা যায় ডামরা ১০নং এলাকায় একটি দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দেওয়া হয় আসানসোল দক্ষিণ থানা পুলিশকে। পুলিশ এসে দেখে জঙ্গলের মাঝে পাতা ঢাকা দেওয়া অবস্থায় এক দেহ পড়ে রয়েছে এরপর পুলিশ কিশোরীর দেহ উদ্ধার করে উদ্ধার করে দেহ