গোপন খবরের ভিত্তিতে রবিবার উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানাধীন কৃষ্ণপুর এলাকার বাসিন্দা সুধাময় পালের বাড়িতে অভিযান চালায় পুলিশ। তল্লাশির সময় আনুমানিক ৭ লক্ষ টাকা বাজারমূল্যের মোট ৩৩ কেজি ৫০০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করে পুলিশ। যানা যায় অভিযুক্তকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে এনডিপিএস আইনের প্রযোজ্য ধারায় মামলা দায়ের করা হচ্ছে। এই অভিযানে উপস্থিত ছিলেন মহকুমা পুলিশ আধিকারিক বি. যরিনপুইয়া,ধর্মনগর থানার অফিসার ইনচার্জ সহ অন্যান্যরা।