পথ দুর্ঘটনায় আহত ৬ বাস যাত্রী, আহতদের চিকিৎসার জন্য নিয়ে আসা হল জেলা হাসপাতাল শক্তিনগর, মঙ্গলবার আনুমানিক বৈকাল চারটে নাগাদ ঘটনাটি ঘটেছে কোতোয়ালি থানার অন্তর্গত ঘূর্ণি গোডাউন এলাকায়। হাসপাতাল সূত্রে জানা যায় আহতরা হলেন, পাপিয়া খাতুন, তৃষা ঘোষ,খুর্দিশ বিবি, অরিন্দম ঘোষ, তাপসী পাল ও সুহান মন্ডল।