শালবনী ব্লকের অন্তর্গত চ্যাংশোল থেকে লালগড় যাওয়ার প্রধান সড়কের বর্তমানে বেহাল অবস্থা। রাস্তার উপরেই হয়েছে বড় বড় গর্ত, বর্ষায় জল জমে আরও দুর্ভোগের সৃষ্টি হয়। সেই সাথে প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনার সংখ্যা। সাতপাটির পঞ্চায়েত প্রধান পরিমল বাবু জানেন, রাস্তার অবস্থা সত্যিই খারাপ, বেহাল অবস্থা হয়ে রয়েছে। আমরাও বিভিন্ন দপ্তরে জানিয়েছি, সাধারণ মানুষ প্রায় দিনই বলে রাস্তা অবরোধ করার কথা, আমরা মানুষকে আশ্বস্ত করে রেখেছি রাস্তার কাজ হবে।