নিয়ামতপুর দেবী মন্দিরের ১০০তম দুর্গাপূজার আয়োজন, মহাঅষ্টমীর সন্ধ্যায় মহা ভোগের আয়োজন সাথে ধার্মিক অনুষ্ঠান বাংলার বাঙালির সেরা উৎসব প্রাণের পুজো দূর্গা পুজো সারা রাজ্যের সাথে সাথে আনন্দে মেতে উঠেছে রাজ্য বাসীর সাথে সাথে পশ্চিম বর্ধমান জেলার আসানসোল শিল্পাঞ্চল নিয়ামতপুরের দেবী মন্দির সার্বজনীন দুর্গাপূজা কমিটির এই বছর ১০০তম বছর উদযাপন করছে গতকাল সপ্তমী এবং আজ মহা অষ্টমীর সন্ধ্যায় আয়োজন করা হয়েছে মহা প্রসাদের সাথে আজ সন্ধ্যা ৭টায় এক ধার্মিক অনুষ্ঠানের আয়োজ