গোলেনাওহাটি ঠাকুরপাড়া এলাকা থেকে ২২৪২ টি নিষিদ্ধ কাফ সিরাপ ও ১৬ কেজি গাঁজা সহ গ্রেপ্তার এক। রবিবার শীতলকুচি ব্লকের গোলেনাওহাটি অঞ্চলের অন্তর্গত ঠাকুরপাড়া এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে গোলেনাওহাটির ঠাকুর পাড়া এলাকায় অভিযান চালিয়ে এক বাড়ি থেকে ২২৪২টি নিষিদ্ধ কাফ সিরাপ ও ১৬ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। এবং এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করে পুলিশ।পুলিশ নির্দিষ্ট ধারায় মামলার রুজু করেছে বলে জানা গেছে।