মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে শ্রীভূমি জেলার AIUDF-র সভাপতি দায়িত্বভার গ্রহণ করলেন বিশিষ্ট সমাজসেবী সাহাবুল ইসলাম চৌধুরী ওরফে পারুল। তিনি শ্রীভূমি জেলার AIUDF-র সভাপতি হিসেবে নিযুক্ত হওয়ার জন্য AIUDF-র কার্যকর্তা সহ সমর্থকরা উনাকে উত্তরীয় ও ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানান।