Patharpratima, South Twenty Four Parganas | Aug 21, 2025
সামনেই দুর্গাপুজো। লম্বা ছুটি। বহু ভ্রমণপ্রিয় বাঙালি রাজ্য এবং দেশের বিভিন্ন জায়গায় বেড়াতে যান এই সময়। হাতে কম সময় থাকলে কারও কারও গন্তব্য হয় সুন্দরবনও। বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ অরণ্যের সাক্ষী থাকেন পর্যটকরা। আর তার আগেই ভালো খবর। সুন্দরবনের ব্যাঘ্র প্রকল্প এলাকায় ক্রমেই বাড়ছে কুমিরের সংখ্যা, কি বলছেন পাবলিক অ্যাপের মুখোমুখি হয়ে রামগঙ্গার রেঞ্জার শুনুন।।