নিয়ামতপুর ফাঁড়ি পুলিশের বড় সাফল্য, জাভেদ বারিক গুলি কাণ্ডে গ্রেপ্তার মাস্টার মাইন্ড শিলিগুড়ি থেকে ঘটনার সম্বন্ধে জানিয়ে দেওয়া হচ্ছে গত শুক্রবার রাত্রে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এর কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ি অন্তর্গত নিয়ামতপুরের রহমান পাড়ায় এক শুট আউটের ঘটনা ঘটে। এই ঘটনায় রহমান পাড়ার বাসিন্দা জাবেদ বারিকে মাথায় গুলি করে মারে বাইকে এসে দুই দুষ্কৃতী। পুরো ঘটনার মুহূর্ত রেকর্ড হয়ে যায় cctv ফুটেজে। সে ফুটেজ এবং মৃতের স্ত্রী অভিযোগের ভিত্তিতে গত শনিবা