রবিবার বিকেলে তুফানগঞ্জ শহর আবাহনে তুফানগঞ্জ শহর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির তরফে সাধারণ সভার আয়োজন করা হয়েছিল। কিন্তু এত কর্মী সমর্থক উপস্থিত হয়েছিলেন যে বাধ্য হয়ে জায়গা বদল করে কমিউনিটি হলে হলো সাধারণ সভা। সেখানেও তিল ধরনের জায়গা নেই। এদিন জেলা সভাপতি উপস্থিত হয়ে জন জোয়ার দেখে আপ্লুত। সকলে একসাথে কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে লড়াই করে তুফানগঞ্জ বিধানসভা মুখ্যমন্ত্রী কে উপহার দেওয়াই মূল লক্ষ্য।