দুর্গাপুজোর নবমীর রাতে ঠাকুর দেখতে গিয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। বংশীহারী থানার বড়াইল এলাকার স্বামী-স্ত্রী দু’জনই জখম হন। শনিবার ভোর চারটে নাগাদ মৃত্যু হয়েছে গুরুতর জখম স্বামী নকুল তালুকদারের।স্থানীয় সূত্রে জানা গেছে, নবমীর রাতে ঠাকুর দেখতে বেরিয়েছিলেন নকুল তালুকদার ও তাঁর স্ত্রী। সেই সময় বুনিয়াদপুর থেকে কালিয়াগঞ্জগামী একটি চারচাকা গাড়ি বেপরোয়া গতিতে এসে ওই দম্পতিকে ধাক্কা মারে। ঘটনায় গুরুতর জখম হন দু’জনেই। সঙ্গে সঙ্গে তাঁদের উদ্ধার করে হাসপাত