আসানসোল শহরকে যানজট মুক্ত করতে ট্রাফিক পুলিশের অভিযান, উপস্থিত ACP ট্রাফিক আসানসোল শহরের জিটি রোড, বার্নপুর রোড সেনরেল রোডকে যানজটমুক্ত করার জন্য আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক গার্ড তরফে নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে।সে মতে আজ আসানসোল বাজার এলাকার জিটি রোডে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি ( ট্রাফিক) বিশ্বাজিৎ সাহার নেতৃত্বে অভিযান চালানো হয় দুপুর ১টায় এই অভিযানে জিটি রোডের পাশে যারা তাদের গাড়ি সঠিকভাবে রাখেননি বা পার্কিংয়ের পরি