পুরশুড়ার হরিহর গ্রামের মহিলারা ঢালাই রাস্তার দাবিতে ভোট বয়কটের ডাক দিয়ে বিক্ষোভ দেখান। তাদের দাবি রাস্তা নেই ভোট নেই। রাস্তা দাও ভোট নাও।আজ ২৪শে এপ্রিল বুধবার দুপুর ২টো নাগাদ শ্রীরামপুর পঞ্চায়েতের উদ্যোগে সেই রাস্তার ঢালাই এর কাজ শুরু হলো। পুরশুড়া পঞ্চায়েত সমিতির সহ সভাপতি খোকন মল্লিক বলেন বিজেপির কিছু নেতৃত্ব মহিলাদের ভুল বুজিয়ে এই সব করেছে। গত ৬ই মার্চ ২০২৪ সালে এই রাস্তার টেন্ডার ওপেন করা হয়।