কীটনাশককে আত্মঘাতী হলো এক কৃষক। মৃতের নাম রাজিদুল মোল্লা(৩৮)। বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার পতিরাম থানার বাউলে নলকুড়াতে। পেশায় তিনি কৃষক ছিলেন। শনিবার দুপুর সাড়ে বারোটায় বালুরঘাট থানার পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠায়। জানা গিয়েছে, গতকাল সন্ধ্যায় ইদুর মারা কীটনাশক খায় ওই কৃষক। বিষয়টি নজরে আসতেই তাকে বালুরঘাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।