ডুয়ার্স জুড়ে গভীর রাত পর্যন্ত অর্কেস্ট্রায় বিভিন্ন অসামাজিক কাজ হয় বলে অভিযোগ অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদের।এই সব অসামাজিক কাজের জন্য মাদকের নেশার যেমন প্রভাব বাড়ছে বাড়ছে মানব পাচার।সেই সমস্যা নিয়ে বুধবার দুপুর দেড়টা নাগাদ আলিপুরদুয়ার জেলা পুলিশ সুপারের অফিসে অভিযোগ জানালো ওই সংগঠনের সদস্যরা।