কুট্টিটোলা টোলা সহযোগিতা ক্লাব। পুজোর থিম আর্তনাদ। একদিকে একমুঠো অন্নের জন্য মধ্যবিত্তের লড়াই অন্যদিকে এই খাদ্যই করা হচ্ছে অপচয়। গোটা মন্ডপ সজ্জায় ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন মডেলের মাধ্যমে সেই থিম। কিভাবে খাদ্যের অপচয় করা হচ্ছে। অন্যদিকে এই খাদ্যের জন্যই অনাহারে মৃত্যু হচ্ছে একশ্রেণীর মানুষকে। মূলত এই থিমকেই এবারে গোটা মন্ডপ শয্যায় তুলে ধরেছে কুট্টি টোলা সহযোগিতা ক্লাব। সোমবার দুপুর তিনটা নাগাদ সেই ছবি ধরা পরল আমাদের ক্যামেরায়।