গোপন খবরের ভিত্তিতে আলিপুরদুয়ার সমাজপাড়ার তিনজনকে গ্রেপ্তার করেছে আলিপুরদুয়ার জেলা পুলিশ এমনটাই জানা গেছে আলিপুরদুয়ার জেলা পুলিশের কাছ থেকে শনিবার রাত আটটা নাগাদ। আলিপুরদুয়ার জেলার এসডিপিও শ্রীনিবাস এমপি সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন বীরপাড়া আইটি মোড়ে গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে একটা আগ্নেয়াস্ত্র সহ গুলি উদ্ধার হয়েছে। পাপ্পু মাহাতো সহ আরো দুইজন কে গ্রেপ্তার। কুচবিহার থেকে আসার পথে তাদের গ্রেপ্তার করা হয়েছে।