আলিপুরদুয়ার জেলা শহরের কংগ্রেস নেতা নিকাশী নালায় নেমে সাফাই কর্মীদের সঙ্গে কাজ করছে। বিগত দুমাস ধরে সাফাই কর্মীরা বেতন পাচ্ছেন না এর ফলে অসুবিধা সম্মুখীন হচ্ছেন তারা। বিষয়টি পৌরসভার কাউন্সিলর শান্তনু দেবনাথ এর নখদর্পনে আসার পরেই বুধবার সাফাই কর্মীদের মনোবল জোগাতে নিকাশী নালা পরিষ্কারের হাত দিয়েছেন তিনি। যদিও স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন পৌরসভা কে সহযোগিতা করার জন্য তিনি নিকাশী নালায় নামেননি।