দক্ষিণ দিনাজপুর জেলা বিড়ি মজদুর ইউনিয়নের পক্ষ থেকে গঙ্গারামপুর নারায়ণ বিশ্বাস ভবন(CITU) অফিসে বিড়ি শ্রমিক পরিবারের ছাত্র ছাত্রীদের স্টাইপেন্ডের জন্য কাজ চলছে।উপস্থিত ছিলেন CITU জেলা সম্পাদক কমরেড গৌতম গোস্বামী, বিড়ি মজদুর ইউনিয়নের জেলা সম্পাদক কমরেড দেবাশীষ রাহা, কমরেড পাপন সরকার বিড়ি মজদুর ইউনিয়নের জেলা সম্পাদক কমরেড দেবাশীষ রাহা, কমরেড অনুপ কুমার দেব, কমরেড হরেকৃষ্ণ দাস কমরেড সনাতন বর্মন সহ অন্যান্য নেতৃত্ব।