মুর্শিদাবাদের ভগবানগোলা পশ্চিমপাড়ায় বৃহস্পতিবার দুপুরে দেখা গেল এক অনন্য আনন্দঘন দৃশ্য। বহু বছর ধরে পরিবারে কন্যা সন্তান না থাকায় দীর্ঘদিনের অপেক্ষার পর অবশেষে জন্ম নিল ফারিয়া জান্নাত, ডাকনাম সারা। পরিবারের পক্ষ থেকে কন্যা সন্তানের এই আগমনকে ঘিরে তৈরি হলো উৎসবের আবহ। লালবাগের একটি বেসরকারি নার্সিংহোম থেকে দুপুর প্রায় আড়াইটে নাগাদ সারাকে বাড়ি নিয়ে আসা হয়। ফুল দিয়ে সাজানো গাড়িতে ছোট্ট শিশুকন্যাকে আনা হয় এবং গলায় সোনার মালা পরিয়ে সাদরে বরণ করা