চুপিসারে প্রেম নিবেদন করতে গিয়ে গ্রেপ্তার হলেন এক যুবক। ঘটনাটি ঘটেছে বীরভূম জেলার মাড়গ্রাম থানার বাজে বুজুং গ্রামে। অভিযোগ, গত ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের রাতে প্রায় রাত দু’টো নাগাদ গ্রামের এক নাবালিকার ঘরে চুপিসারে ঢুকে পড়ে অভিযুক্ত যুবক। নাবালিকার মুখ চেপে ধরে কানের কাছে গিয়ে সে বলে, “আমি তোমাকে ভালোবাসি।” হঠাৎ ঘটে যাওয়া এই ঘটনায় আতঙ্কিত হয়ে নাবালিকা জোরে চিৎকার করলে পরিবারের সদস্যরা ছুটে আসেন। শুক্রবার গ্রেপ্তার হন যুবক।