মৃতদেহ সৎকার করতে গিয়ে বচসা দুই শ্মশান যাত্রীর। ঘটনায় চাঞ্চল্য ছড়াল দক্ষিণ দিনাজপুর জেলার হিলি শ্মশানে। ঘটনায় নিত্য দাস নামে ওই ব্যক্তি আহত হয়। শ্মশান থেকে বাড়ি ফেরার পথে আক্রান্ত ব্যক্তিকে আবারো মারধর করা হয়। এবার অভিযোগ ওঠা ব্যক্তির ভাইয়ের বিরুদ্ধেই মারধর করার অভিযোগ ওঠে। শুধু মারধর নয় ওই ব্যক্তি ও তার পরিবারকে উদ্দেশ্যে করে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। ঘটনায় গতকাল রাতে হিলি থানায় মিঠুন সরকার ও নিতু সরকারের নামে লিখিত অভিযোগ দায়ের করেন।