ফোরটি কোয়াটার এলাকার দাস পাড়ার একটি বাড়ি থেকে এক যুবককে র মৃতদেহ উদ্ধার করল পুলিশ ।এলাকার মানুষেরা ওই বাড়ি থেকে দুর্গন্ধ পেয়ে খবর দেয় লোকাল কাউন্সিলর মৌসুমী ঘোষকে, তিনি সেখানে গিয়ে দেখেন ওই বাড়ির মধ্যে যুবকের পচা গলা মৃতদেহ পড়ে রয়েছে তারপরে খবর দেওয়া হয় পুলিশকে ।পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়।