মঙ্গলকোটের জয়পুরে শনিবার সাড়ম্বরে শনি মহারাজ ও হনুমানজীর মন্দিরের প্রতিষ্ঠা করা হল। সেই উপলক্ষ্যে এদিন আনুমানিক রাত ৯টা নাগাদ জাঁকজমকপূর্ণভাবে পুজোপাঠ করা হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আর এই বার্ষিক অনুষ্ঠান ঘিরে এদিন সেখানে ভীড় জমান ভক্তরা। আগামীকাল উদ্যোক্তাদের তরফে সেখানে অন্নকূটেরও আয়োজন করা হয়েছে।