ভঙ্গন এর আতঙ্কে বাড়িঘর ভেঙে ফেলার তোড়জোড় আবারো শুরু হলো মহানন্দাটোলা এলাকার বাসিন্দাদের মধ্যে। বহু পরিবার নিজেদের বাড়িঘর এবছর গঙ্গা ভাঙ্গনে হারিয়েছে। একাধিক গ্রামের অনেকটা অংশ গঙ্গা গিলে খেয়েছে। তবে পুনরায় গঙ্গা নিজের ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। এ অবস্থায় বাড়ি ঘরের যে অবশিষ্ট অংশ রয়েছে গ্রামগুলিতে তারা সেই অংশগুলি ভেঙে অন্যত্রে সরানোর চেষ্টা চালাচ্ছে। সকল প্রান্তের মানুষের মধ্যে গ্রাম ছেড়ে যাওয়ার একটা প্রবণতা সৃষ্টি হয়েছে।