২৬শে আগস্ট বেলা ১১টা নাগাত সাব্রুম নগর পঞ্চায়েত এর আনন্দ পাড়া কমিউনিটি হলে আরবান হর্টিকালচার স্কীম ২০২৫ এর মাধ্যমে ২৫০ জন সুবিধাভোগী কে দশটি করে সুপারি চারা, দশটি এলাচি লেবু চারা ও দশটি আমের চারা বিতরন করা হয়। সকাল এগারটায় সাব্রুম নগর পঞ্চায়েত এর কৃষি ও মৎস্য বিভাগের চেয়ারম্যান স্বপন দাস ও সাত চাঁদ কৃষি দপ্তর এর কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরে এস এ শান্তনা রিয়াং এর উপস্থিত থেকে চারা গুলো বিতরনের কাজ শুরু করে। এ বিষয়ে সাত চাঁদ কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের আধিকারিক