পশ্চিমবঙ্গ থেকে ত্রিপুরার আগরতলার উদ্দেশ্যে যাওয়ার সময় অসম ত্রিপুরা সীমান্তের চুড়াইবাড়ি পুলিশ ওয়াচ পোস্টের সামনে থাকা নাকা পয়েন্টে WB25N-4370 নম্বরের গাড়ি আটক করে পুলিশ তল্লাশি চালায়। এতে ৩৯০টি টিনের ভেতর মোট ৩০৪২০ হাজার নেশার সিরাপ এসকাফ উদ্ধার করা হয় গাড়ির চালক সামিনুর ইসলাম ও সহচালক শেখ আলামিনকে পুলিশ গ্রেফতার করে। দুজনের বাড়ি পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনায় দেওগঙ্গা থানাধীন শিমুলিয়া গ্ৰামে। আজ তাদের জেলা আদালতে পেরন করল পুলিশ।