বধূ নির্যাতনের অভিযোগ, নারায়ণপুর থেকে অভিযুক্ত স্বামী ও শ্বশুর কে গ্রেফতার করলো শান্তিপুর থানার পুলিশ। সূত্রের খবর, শান্তিপুর থানার নারায়ণপুর এলাকার বাসিন্দা এক গৃহবধূ কয়েকদিন আগে শান্তিপুর থানায় তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানোর অভিযোগ দায়ের করলে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। আর সেই ঘটনার তদন্ত শুরু করে শুক্রবার সকালে অভিযুক্ত স্বামী ও শ্বশুরকে গ্রেফতার করেছে শান্তিপুর পুলিশ।