১৯৯০ সালের ৮ অক্টোবর আড়শা থানার কান্টাডিতে দুষ্কৃতীদের হাতে নিহত হন কিষ্ট মাহাত ও মনবোধ মাহাত। বুধবার তাঁদের শহিদ দিবসে কান্টাডিতে মাল্যদান, শোক মিছিল ও ফুটবল ফাইনালের আয়োজন করে সিপিআই(এম)। উপস্থিত ছিলেন জেলা সম্পাদক প্রদীপ রায়, প্রাক্তন সম্পাদক মনীন্দ্র গোপ, গোবিন্দ মাঝি, দীপংকর মাঝি প্রমুখ। ৪৮ দলের অংশগ্রহণে আয়োজিত ফুটবল প্রতিযোগিতার ফাইনালায় জয়ী ওপরাজিত দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।