করিমপুর 1ব্লকের অধীন হোগলবাড়িয়া থানা প্রাঙ্গণে শ্যামাপূজা কমিটিদের নিয়ে প্রশাসনিক সমন্বয়ে বৈঠক করলেন করিমপুরের বিধায়ক বিমলেন্দু সিংহ রায় ও করিমপুর সিআই. আনুমানিক আজ বৈকাল তিনটায় এই বৈঠক হয়. এই বৈঠকে গোলবাড়িয়া পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পূজা কমিটিকে বলা হয় যে কমিটির পাশে প্রশাসন আছে ও বিধায়ক বলেন সুষ্ঠু সুশৃংখল ভাবে পুজো করতে সরকার পাশে আছে খুশি সব