তিনদিন ধরে পাতে ভাত নেই। দেওয়া হয় শুধু সিদ্ধ ডিম। তাই ক্ষুদ্ধ হয়ে ধূপগুড়ির সাকোয়াঝড়া-২ নং গ্রাম পঞ্চায়েতের কালীরথান এলাকার একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র বিক্ষোভ দেখালেন অভিভাবকরা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।অবশ্য শুধু মাত্র ডিম দেওয়ার ব্যাপারে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কর্মীর সাফাই, চাল ডাল নেই। এদিকে সহায়িকার অভিযোগ রান্নার জন্য জ্বালানি কাঠও ফুরিয়ে গেছে। তার উপর রান্না ঘরে জল ঢোকায় তিনদিন ধরে বন্ধ ছিল রান্নাবান্না। যদিও বিষয়টি নিয়ে ধূপগুড়ির