লোকসভা অধিবেশনে ভারত বিরোধী মন্তব্য করেছেন তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্র, কল্যান বন্দ্যোপাধ্যায় এবং সাবিত্রী মিত্র এই অভিযোগ তুলে বুধবার বিকেলে ঝাড়গ্রামে বিক্ষোভ প্রদর্শন করল বিজেপি। ঝাড়গ্রাম জেলা বিজেপির পক্ষ থেকে ঝাড়গ্রাম শহরের সিধু কানু মূর্তি পাদদেশে বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত তৃণমূলের তিন সাংসদের বিরুদ্ধে ভারত বিরোধী মন্তব্যের অভিযোগ তুলে বিক্ষোভ প্রদর্শন করা হয় । বিক্ষোভ প্রদর্শনী কর্মসূচিতে হাজির ছিলেন ঝাড়গ্রাম নগর বিজেপির সভাপতি।