বেআইনি চোলিই মদ বিক্রির অভিযোগে পোলবার দুই জায়গা থেকে দুজনকে গ্রেপ্তার করে আজ রবিবার বেলা বারোটা নাগাদ চুঁচুড়া আদালতে পাঠাল পোলবা থানার পুলিশ।। পুলিশ সূত্রে জানা যায় পোলবার রানা গাছার বাসিন্দা সৌমেন পারুই, ওরফে বরুন নামে এক ব্যক্তিকে গতকাল রাত্রে পোলবার জল ট্রেন সংলগ্ন এলাকা থেকে ৫০ লিটার বেআইনি চোলাই মদ সহ গ্রেফতার করে পুলিশ। অপরদিকে পোলবার মহানাদ দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা,,