হাওড়া সাঁতরাগাছি স্টেশনে যাত্রী তোলা কে কেন্দ্র করে দুই চালকের মধ্যে হাতাহাতি। রবিবার আনুমানিক একটা নাগাদ সাঁতরাগাছি স্টেশনে এক যাত্রী যখন শিয়ালদহ স্টেশন যাওয়ার জন্য কথা বলছিলেন সেই সময়তেই ২ চালক এর মধ্যে কথা কাটাকাটি এবং হাতাহাতি মারপিটের ঘটনা ঘটে। একজন চালক ইতিমধ্যেই জগাছা থানায় অভিযোগ দায়ের করতে গেছে