আবারো মোবাইল টাওয়ার লোকেশন এর কেরামতি, এক বছর আগে ভাটাকুলের অপহরণ হয়ে যাওয়া এক নাবালিকাকে হায়দ্রাবাদ থেকে উদ্ধার করল ভাতার থানার পুলিশ। শুক্রবার বারোটা ১০ মিনিটে তাকে পাঠানো হলো আদালতে। গত এক বছর আগে ভাতারের ভাটাকুল গ্রামের এক নাবালিকা অপহরণ হয় বলে অভিযোগ করে ওই নাবালিকার মা ভাতার থানায়।