মদ্যপানের আসরে 50 টাকা ভাগ নিয়ে বচসার জেরে এক যুবককে মারধরের অভিযোগ,পাবনা কলোনি থেকে 2 জনকে গ্রেফতার করলো শান্তিপুর থানার পুলিশ। সূত্রের খবর, শান্তিপুর থানার পাবনা কলোনি এলাকায় শনিবার রাতে মদের আসর বসায় কয়েক জন যুবক। অভিযোগ, সেই আসরে মদের 50 টাকা ভাগ নিয়ে বচসার জেরে এক যুবককে মারধর করে দুই জন। সেই ঘটনায় আক্রান্ত যুবক শান্তিপুর থানায় অভিযোগ জানালে রবিবার দুই জনকে গ্রেফতার করে শান্তিপুর পুলিশ।