বদরপুর মন্ডল বিজেপি কার্যালয়ে এক দিবসীয় সেবা পক্ষ কর্মশালার আয়োজন,উপস্থিত জেলা বিজেপি সভাপতি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন 17 সেপ্টেম্বর। এই উপলক্ষে শুক্রবার এক দিবসীয় সেবা পক্ষ কর্মশালার আয়োজন করা হয়। এই কর্মশালায় ১৭ সেপ্টেম্বর থেকে আগামী ১৫ দিন বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। এতে উপস্থিত ছিলেন জেলা বিজেপির উপ সভাপতি কঙ্কন নারায়ণ শিকদার,বদরপুর পাঁচগ্রাম মন্ডল বিজেপির সভাপতি মিঠুন শুক্লবৈদ্য সহ অন্যান্যরা।