This browser does not support the video element.
বালুরঘাট: ঘুমে চোখ লেগে আসতেই মাহিনগরে ভ্যানের পেছনে ধাক্কা ছোট চারচাকা গাড়ির চালকের, ঘটনায় গুরুতর আহত ভ্যান চালক
Balurghat, Dakshin Dinajpur | Oct 1, 2025
নবমীর সকালে পথ দুর্ঘটনায় আহত হলেন এক ভ্যান চালক৷ গুরুতর জখম অবস্থায় ওই ভ্যান চালক বর্তমানে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন৷ বুধবার সকালে পথ দুর্ঘটনাটি ঘটেছে বালুরঘাট ব্লকের ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের মাহিনগর হাজিপুর এলাকায়। এদিন একটি চার চাকা গাড়ি পেছন থেকে ধাক্কা মারে ভ্যানে। ঘটনায় গুরুতর জখম হন ভ্যান চালক৷ ওই ভ্যান চালক সবজি নিয়ে আসছিলেন বালুরঘাটের দিকে। আসার পথে পেছন থেকে ছোট চারচাকা গাড়িটি ধাক্কা মারে ভ্যানে।