বিধায়ক বিজয় মালাকারের কাজের প্রশংসায় ভাসালেন রামকৃষ্ণনগরের স্থানীয় একাংশরা। রামকৃষ্ণনগরের স্থানীয় একাংশরা জানান,দীর্ঘ তারা কয়েকটি বিধায়ক পেয়ে এসেছেন। কিন্তু বর্তমান রামকৃষ্ণনগরের বিধায়ক বিজয় মালাকার নাকি যে ধরনের কাজ করে যাচ্ছেন ৭০ বছরের সেরকমের কাজ হয়নি বলে জানান তারা। বিজয় মালাকার বিধায়ক রূপে থাকা ৬ বছরে নাকি ৭০ বছরের ডাবল কাজ হয়েছে বলে জানা তারা।