বালুরঘাটে বুধবার দুপুর দেড়টা নাগাদ ফরওয়ার্ড ব্লকের যুব সংগঠন যুবলীগের বিশেষ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হলো জেলা কার্যালয়ে। উপস্থিত ছিলেন রাজ্য যুবলীগের নেতৃত্ব। বৈঠক শেষে রাজ্য কমিটির এক সদস্য জানান, দক্ষিণ দিনাজপুর জেলাজুড়ে সংগঠনকে আরও শক্তিশালী করাই এই বৈঠকের মূল উদ্দেশ্য। আগামী দিনে যুবলীগ সদস্য সংগ্রহ অভিযানে নামবে বলে তিনি জানান। সংগঠনের বিস্তার ও নতুন নেতৃত্ব গড়ে তুলতে এদিনের বৈঠকে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।