দক্ষিণ ২৪ পরগনা কুলপি ব্লকের কুলপি থানার অন্তর্গত বরবড়িয়া তে শনিবার দিন পূজো মণ্ডপ উদ্বোধন করলেন কুলপির বিধানসভার বিধায়ক যোগরঞ্জন হালদার উপস্থিত ছিলেন কুলপি পঞ্চায়েত সমিতির সভাপতি বন্দনা কর্মকার শিক্ষার কর্মদক্ষ সুপ্রিয় হালদার ও স্থানীয় পঞ্চায়েতের প্রতিনিধিরা পুজোকে ঘিরে নানান রকম অনুষ্ঠান হয় সামাজিক কাজকর্ম হয় বলে জানা যায়