সম্পত্তির জিলানিয়া মহকুমা এলাকার বিভিন্ন সভাতে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রিস সুশান্ত চৌধুরী অভিযোগ করেছিলেন রাজ্যের দাঙ্গা হবার পেছনে সিপিআইএমের সরাসরি হাত ছিল। এ বিষয়ে পশ্চিম ত্রিপুরা জেলা কার্যালয় সাংবাদিক সম্মেলন করে মন্ত্রী বক্তব্য খন্ডন করলেন সিপিআই(এম) জিরানিয়া মহকুমা সম্পাদক সুভাষ দে।