আবারো ১৪ নম্বর জাতীয় সড়ক নিয়ে মাথাব্যথা স্থানীয়দের। সাত সকালেই বড়সড় দুর্ঘটনা থেকে রেহাই এই ১৪ নম্বর জাতীয় সড়কেই। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার সকালে ১৪ নম্বর জাতীয় সড়কের উপরেই জাতীয় পতাকা হাতে রাস্তা মেরামতির দাবিতে মল্লারপুর বাহিনা মোরে বেশ কিছুক্ষণ পথ আটকে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে স্থানীয় ব্যবসায়ীরা, শেষমেষ পুলিশের আশ্বাসে ওঠে পথ অবরোধ। তবে ২৪ ঘন্টা পেরতে না পেরতেই একই জায়গাতেই আজ সকালে আবারো ঘটে গেল দুর্ঘটনা।