মানিকচকের এনায়েতপুর খুনকান্ডের কিনারা করল মালদা জেলা পুলিশ। খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করল এক মহিলা সহ দুজনকে।অবৈধ সম্পর্কের জেরে খুনের ঘটনা ঘটেছে বলে জানালেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার হেড কোয়াটার সম্ভব জৈন। উল্লেখ্য, গত ৯ তারিখ মানিকচকের এনায়েতপুর কবরস্থান মোড় সংলগ্ন আমবাগানের ঝোপঝাড়ের মধ্যে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির ক্ষত-বিক্ষত, রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়। ঘটনায় খুনের অনুমান করেন স্থানীয়রা।