এসআইআর- বিরুদ্ধে প্রতিবাদ সভা।মেখলিগঞ্জের ভোটবাড়ির ভান্ডানি মাঠে শনিবার সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত অনুষ্ঠিত হল SIR প্রতিরোধ সভা। এই কর্মসূচির আয়োজন করে গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি (APDR) এবং No NRC Movement কমিটি। ভোটার লিস্টের নির্দিষ্ট শনাক্তকরণ (SIR) এর নামে গোপনে NRC চালুর প্রচেষ্টা, বাংলাভাষী মুসলিম পরিযায়ী শ্রমিকদের উপর নির্যাতন, উচ্ছেদ এবং নাগরিকত্ব নিয়ে আতঙ্ক সৃষ্টির প্রতিবাদে এদিন বক্তারা সরব হন।