শনিবার বিকেল চারটা নাগাদ কোচবিহার শহরের কলেজ স্ট্রিটে অরুনেশ ঘোষ স্মারক বক্তৃতা গ্রন্থ প্রকাশ অনুষ্ঠিত হলো। এদিন এ বিষয়ে স্বাগত ভাষণ রাখেন পাপড়ি গুহ নিয়োগী, শ্রী হরিদত্ত দীপায়ন পাঠক নীলাদ্রি দেব সহ বিশিষ্ট ব্যক্তিরা। এছাড়াও এদিন কবি অরুণেশ ঘোষ কে নিয়ে আলোচনা করা হয়। একই সাথে এই বই প্রকাশকে ঘিরে কবিতা পাঠের আয়োজন করা হয়। কোচবিহার ও আলিপুর দুয়ার থেকে আমন্ত্রিত কবিরা কবিতা পাঠ করেন